Header Ads

Breaking News
recent

মুসলিম পারিবারিক আইন বিধিমালা, ১৯৬১



২০১৮ সালে সবর্শেষ সংস্করণ আইন বই হতে নেয়া
মুসলিম পারিবারিক আইন বিধিমালা, ১৯৬১
[১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের (১৯৬১ সালের ৮নং অধ্যাদেশ) ১১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে  নিম্নবর্ণিত বিধিমালা প্রণয়ন প্রণীত হইল]

প্রারম্ভিক
বিধি - : এই বিধিমালা মুসলিম পারিবারিক আইন বিধিমালা, ১৯৬১ নামে অভিহিত হইবে
বিধি - : অত্র বিধিমালার বিষয়ে অথবা প্রসঙ্গে বিপরীত কোনো কিছু বর্তমান না থাকিলে,-
() ''চেয়ারম্যান'' বলিতে অধ্যাদেশে যেইরুপ সজ্ঞায়িত করা হইয়াছে, সেই একই অর্থ বহন করে;
() ''ফরম'' বলিতে এই বিধিমালার সহিত সন্নিবেশিত ফরমকে বুঝায়;
() ''স্থানীয় এলাকা'' বলিতে কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের এখতিয়ারধীন এলাকাকে বুঝায়;
() ''মিউনিসিপ্যাল কর্পোরেশন'' বলিতে অধ্যাদেশে যেইরুপ সজ্ঞায়িত করা হইয়াছে সেই একই অর্থ বহন করে;
() ''অধ্যাদেশ'' বলিতে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ (১৯৬১ সালের ৮নং আইন)-কে বুঝায়;
() ''পৌরসভা'' বলিতে অধ্যাদেশে যেইরুপ সজ্ঞার্থ করা হইয়াছে, সেই একই অর্থ বহন করে;
() ''ধারা'' বলিতে অধ্যাদেশে কোন ধারাকে বুঝায়; এবং
() ''ইউনিয়ন পরিষদ'' বলিতে অধ্যাদেশে যেইরুপ সজ্ঞার্থ করা হইয়াছে, সেই একই অর্থ বহন করে;
বিধি- : () ধারার (), () বা () দফার উদ্দশ্যে যে মিউনিসিপ্যাল করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের এখতিয়ার থাকিবে, তাহা নিম্নরূপ হইবে;
() ধারার উপধারা (২) এর অধীনে কোন দরখাস্তের ক্ষেত্রে বিদ্যমান স্ত্রী অথবা যেক্ষেত্রে একাধিক স্ত্রী রহিয়াছে, সেইক্ষেত্রে আবেদনকারী সর্বশেষে যে স্ত্রীকে বিবাহ করিয়াছে, এই দরখাস্ত দাখিলের সময় সেই স্ত্রী যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা পৌর করপোরেশনের অধীনে বসবাস করিতেছে;
() ধারার উপধারার তালাকের নোটিশের ক্ষেত্রে উহা সেই মিউনিসিপ্যাল করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হইবে, যেখানে যে স্ত্রীর সম্পর্কে তালাক উচ্চারণ করা হইয়াছে সেই স্ত্রী তালাক উচ্চারণকালে বসবাস করিতেছিল এবং
() ধারার অধীন আবেদনপত্রের ক্ষেত্রে উহা সেই মিউনিসিপ্যাল করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হইবে, যেখানে স্ত্রী তাহার আবেদনকালে বসবাস করিতেছে এবং যেক্ষেত্রে একাধিক স্ত্রী ধারার অধীনে আবেদন করেন সেইক্ষেত্রে উহা মিউনিসিপ্যাল করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হইবে যেখানে যে স্ত্রী সর্বপ্রথম আবেদন করেন সেই স্ত্রী তাহার আবেদনকালে বসবাস করিতেছেন।
বিধি- : () যেক্ষেত্রে মিউনিসিপ্যাল করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে -মুসলিম নির্বাচিত হইয়াছেন, সেই ক্ষেত্রে উক্ত কর্পোরেশন, পৌরসভা বা পরিষদ যত তাড়াতাড়ি সম্ভবপর হইতে পারে তত তাড়াতাড়ি অধ্যাদেশের উদ্দশোর্থে উহার কোনো মুসলিম সদস্যকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করিবেন।
() সালিশী পরিষদে আনীত কার্যব্যবস্থার কোনো পক্ষ চেয়ারম্যানকে অপর পক্ষের অনুকূলে স্বার্থান্বিত বলিয়া মনে করিলে অন্য চেয়ারম্যান নিযুক্তির জন্য লিখিতভাবে রেকর্ডকৃতব্য কারণাদিসহ যেরুপ নির্ধারিত হইতে পারে সেইরুপ ব্যক্তির  নিকট আবেদন করিতে পারেন যিনি উপযুক্ত মনে করিলে কর্পোরেশন, পৌরসভা অথবা পরিষদের অন্য কোন সদস্যকে অধ্যাদেশের উদ্দশোর্থে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করিতে পারেন।  ঐরুপ নির্ধারিত ব্যক্তি উক্তরুপ আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সালিশী পরিষদে আনীত কার্যব্যবস্থা স্থগিত রাখিবেন।
সালিশী পরিষদ
বিধি- : () চেয়ারম্যান সালিশী পরিষদে আনীত কার্যব্যবস্থা যত শীঘ্র  সম্ভব পরিচালনা করিবেন।
() ঐরুপ কার্যব্যবস্থা কোনো ব্যক্তির প্রতিনিধি মনোনয়নে ব্যর্থতার কারণে বা অন্যভাবে সালিশী পরিষদে কোনো পদ শূন্য হওয়ার দরুন ত্রুটিযুক্ত হইবে না।
() যেক্ষেত্রে পদ শূন্য হওয়া মনোনয়নদানে ব্যর্থতার দরুন ব্যতীত অন্যভাবে উদ্ভব হয় সেইক্ষেত্রে চেয়ারম্যান নুতন মনোনয়ন দাবি করিবেন।
() সালিশী পরিষদে আনীত কার্যব্যবস্থার কোনো পক্ষই সালিশী পরিষদের সদস্য হইবেন না।
() সালিশী পরিষদের সকল সিদ্ধান্তই সংখ্যাগরিষ্ঠ দ্বারা গৃহিত হইবে, এবং যেক্ষেত্রে কোন সিদ্ধান্তই ঐরুপভাবে গৃহীত হইতে পারে না, সেইক্ষেত্রে চেয়ারম্যানের সিদ্ধান্তই সালিশী পরিষদের সিদ্ধান্ত হইবে।
বিধি- : () ধারার উপধারার অধীন বা ধারার উপধারার অধীন কোন আবেদনপত্র গ্রহনের ৭ দিনের মধ্যে চেয়ারম্যান লিখিত আদেশক্রমে পক্ষগনের প্রত্যেককে তাহার প্রতিনিধি মনোনয়ন করিতে বলিবেন ঐরুপ প্রত্যেক পক্ষ আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে লিখিতভাবে প্রতিনিধি মনোনয়ন করিবেন এবং চেয়ারম্যানের নিকট মনোনয়ন পেশ করিবেন অথবা রেজিষ্ট্রীকৃত ডাকে তাহাকে উহা প্রেরণ করিবেন।
() যেক্ষেত্রে কোনো পক্ষে কর্তৃক মনোনীত প্রতিনিধি মারা যান, অথবা অসুস্থতা বা অন্য কারণে সালিশী পরিষদের সভায় যোগদান করিতে অসমর্থ হন, অথবা ঐরুপ সভায় ইচ্ছাকৃতভাবে স্বয়ং অনুপস্থিত থাকেন অথবা উক্তপক্ষের আস্থা হারাইয়া ফেলেন, সেইক্ষেত্রে উক্ত পক্ষ চেয়ারম্যানের লিখিত পূর্বানুমতিক্রমে উক্ত মনোনয়ন সংহরন করতে পারেন এবং চেয়ারম্যান যেরুপ অনুমোদন করিতে পারেন সেরুপ সময়ের মধ্যে নতুন মনোনয়ন প্রদান করিবেন।
() যেক্ষেত্রে ২ উপধারা মোতাবেক নূতন মনোনয়ন প্রদত্ত হয়, সেইক্ষেত্রে সালিশী পরিষদে আনীত কার্যব্যবস্থা নতুন করিয়া আরম্ভ করিবার প্রয়োজন হইবে না যদি না চেয়ারম্যান লিখিতভাবে রেকর্ডকৃতব্য কারণে অন্যরূপ নির্দেশ দেন।
বিবাহ রেজিষ্ট্রিকরণ
বিধি -১৩ : ( হইতে ১৩ বিধিসমুহ ১৯৭৫ সনের মুসলিম বিবাহ তালাক (রেজিষ্ট্রিকরণ) বিধিমালা দ্বারা বাদ দেওয়া হইয়াছে।
বহুবিবাহঃ
বিধি -১৪ : কোন বতর্মান বিবাহ চলিত থাকাবস্থায় আরেকটি প্রস্তাবিত বিবাহ ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয় কিনা উহা বিবেচনায় সালিশী পরিষদ ইহার সাধারণ ক্ষমতার ক্ষতি না করিয়া অন্যান্যের সহিত নিম্নলিখিত পরিস্থিতিগুলির দিকে নজর রাখিবেন-
কোনো বর্তমান স্ত্রীর বেলায় বন্ধাত্ব দৈহিক দৌর্বল্য, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দৈহিক অনুপযুক্ততা, দাম্পত্য জীবন পুনরুদ্ধারের নিমিত্ত একটি ডিক্রি ইচ্ছাকৃতভাবে এড়াইয়া চলা অথবা বর্তমান স্ত্রীর অপ্রকৃতিস্থতা।
বিধি -১৫ : কোনো বর্তমান বিবাহ বিদ্যমান থাকাকালে আরেকটি বিবাহের চুক্তি করিবার অনুমতির জন্য ধারার () উপধারার অধীনে কোন আবেদন লিখিতভাবে হইতে হইবে, উহাতে বর্তমান স্ত্রী অথবা স্ত্রীগণের সম্মতি লাভ করা হইয়াছে কিনা তাহা বর্ণনা করিতে হইবে, যেই হেতুগুলির ভিত্তিতে নূতন বিবাহ ন্যায়সঙ্গত এবং প্রয়োজনীয় বলিয়া কথিত হইয়াছে, সেইগুলির একটি সংক্ষিপ্ত বিবৃতি অর্ন্তভুক্ত থাকিতে হইবে, আবেদনকারীর স্বাক্ষর থাকিতে হইবে এবং উহাতে পঁচিশ টাকার ফি যুক্ত হইবে।
রিভিশনঃ
বিধি -১৬ : () ধারার উপধারার অধীন সালিশী পরিষদের কোন সিদ্ধান্তের অথবা ধারার উপধারার অধীন কোনো প্রত্যায়নপত্রের রিভিশনের জন্য কোনো আবেদনপত্র ক্ষেত্রমত উক্ত সিদ্ধান্তের বা প্রত্যয়নপত্র জারির ৩০ দিনের মধ্যে দাখিল করিতে হইবে এবং টাকার ফি যুক্ত হইবে।
() উক্ত আবেদন লিখিত হইবে, যেই হেতুগুলির ভিত্তিতে আবেদনকারী উক্ত সিদ্ধান্ত বা প্রত্যয়নপত্র রিভিশন করাইতে চাহেন সেগুলি বণর্না করিবে এবং আবেদনকারীর স্বাক্ষর বহন করিবে।
রুদ্ধদ্বার কক্ষে কার্যব্যবস্থা
বিধি -১৭ : সালিশী পরিষদে আনীত সকল কার্যব্যবস্থা গোপনে অনুষ্ঠিত হইবে যদি না চেয়ারম্যান অন্যরূপ নির্দেশ দেন।
-0-
PATRO PATRI bd Since 2011-2018. Powered by Blogger.